জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষ্মীপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে ও সিটি ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম (সাজু), ফেনারবাঁক ইউনিয়ন চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ইউনিট লেভেল অফিসার কণিকা তালুকদার, প্রভাষক মানিক মিয়া, জামালগঞ্জ সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, যুব প্রধান সালেহ আহমদ রিয়াদ,আজীবন সদস্য মাছুম আহমেদ, শাহজাহান আলম সিদ্দিকী, উপ যুব প্রধান (১) প্রীয়াস শ্যাম প্রিতম, যুব সদস্য তানভীর আহম্মেদ রাসেল, মুন্নী আক্তার, তমাল পাল, অনামিকা দাস প্রমুখ।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম (সাজু) উপস্থিত শীতার্তদের উদ্দ্যেশে বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) একটি মানবিক সংস্থা। ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়ে অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট। আজ আমরা হাওরের একদম প্রত্যন্ত অঞ্চলে এসে শীতার্তদের মাঝে প্রায় এক হাজার কম্বল বিতরণ করতে পেরেছি। ভবিষ্যতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।