স্টাফ রিপোর্টার ::
আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠন মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে জেলার বিভিন্ন উপজেলার ৫ম, ৭ম ও ৮ম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রধান করা হয়। এসময় বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র ও স্মারক প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের সভাপতি শাহরিয়ার হক নাবিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়োর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু নোমান মোহাম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী আবু মোশারত খোকন, শাহীনা চৌধুরী, এনামুল হক, অ্যাড. খলিল রহমান, ইমতিয়াজ সরকার, সামিনা চৌধুরী, শহীদ নূর আহমেদ প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলোকিত সুনামগঞ্জ মানবিক সংগঠনের সহ-সভাপতি মুস্তাকিম খাঁন রোহান, সাধারণ স¤পাদক নাছিফ আজিজ চৌধুরী, তাহসিন আহমদ, মোতাসিম হক নাফিস, সামসুজ্জামান, জুবায়ের, অয়ন, তাসনিম সরকার ইমামিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খালিদ আহমদ সাইফ ও আবির শাহরিয়ার মাহি।
বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণিতে জামালগঞ্জ উপজেলার সামিউল হাসান, ৭ম শ্রেণিতে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অয়ন সরকার আবির, ৮ম শ্রেণিতে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাদিকা আক্তার ১ম স্থান অর্জনকারীর পুরস্কার গ্রহণ করেন।