ধর্মপাশা প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের বদলপুর ঘাটে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৫০কেজি ওজনের ৭৯বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে মধ্যনগর থানা পুলিশ। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সজীব রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ৫০ কেজি ওজনের ৭৯ বস্তা ভারতীয় চিনি এনে তা উপজেলার চামরদানী ইউনিয়নের বদলপুর ঘাট হয়ে ইঞ্জিনচালিত নৌকাযোগে অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার বেলা ১টার দিকে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ইঞ্জিনচালিত নৌকাসহ ৭৯বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। অভিযান টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত সেখান থেকে সটকে পড়ে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।