ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার ডুবাইল বিল গ্রুপ জলমহালে দেশীয় অস্ত্র ও জালসহ নৌকাযোগে অবৈধভাবে ৫০ থেকে ৬০জন জেলে ঢুকে তিনজন পাহারদারকে মারধর করে সাত লাখ টাকা মূল্যের মাছ লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও ডুবাইল বিল গ্রুপ জলমহালটির ইজারাদার মো. মালেক শিকদার (৪৮) বাদী হয়ে পাশের নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামের ১৯জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে শুক্রবার দুপুরে ধর্মপাশা থানায় এই মামলাটি করেছেন। গত ২৭ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে ডুবাইল জলমহালের তিনজন পাহারাদারকে মারধর করে সেখান থেকে মাছ লুটপাট করার এই ঘটনা ঘটে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তার করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।