মো. বায়েজীদ বিন ওয়াহিদ ::
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা শুধুই তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্ত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর-এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ারের পরিচালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জনস্বাস্থ্য কর্মকর্তা রাম কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম, সমবায় কর্মকর্তা লিপি রানী দাস, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।