স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলায় আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াম মিয়ার সভাপতিত্বে ও জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মইনুল ইসলাম ভুঞার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ জেলা মিল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, মিল মালিক আব্দুল আহাদ, ফজলুর রহমান, আব্দুস শহীদ, শাহীন আহমদ, হারুনুর রশিদ প্রমুখ।
সভায় জানানো হয়, এবছর আমন ধান সংগ্রহর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ছ ৪ হাজার ৬০১ মেট্রিক টন। বৃহস্পতিবার পর্যন্ত ৪১১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। এছাড়া আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে ৫ হাজার ৩৭৭ মেট্রিক টন। এর মধ্য সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৬২ মেট্রিক টন। সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ হাজার ৯২ মেট্রিক টন। এরমধ্যে সংগ্রহ করা হয়েছে ১ হাজার ১৩৮ মেট্রিক টন চাল। জানুয়ারি মাসের মধ্যে আমন ধান ও চাল সংগ্রহ লক্ষ্যমাত্রায় পৌছার নির্দেশনা দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।