ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় গাঁজা এবং ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে বুধবার (১ জানুয়ারি) রাতে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা ও মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের চাপাইতি গ্রাম জামে মসজিদের উত্তরপাশের সড়কে বুধবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও দুটি মোবাইলসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের মাদকব্যবসায়ী জামাল মিয়া (৩৩) ও রাসেল মিয়া (২১)কে গাঁজা বেচা কেনা অবস্থায় গ্রেফতার করা হয়।
অপরদিকে, ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বৌলাই নদীর ঘাট ও গোলকপুর বাজারে অভিযান চালিয়া ৩০পুড়িয়া গাঁজা ও ২১৫টি ইয়াবাসহ উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাদকব্যবসায়ী আলামিন (৪০) ও আল মামুন (২৪)কে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই মাদক বেচা কেনা করছিলেন।
বুধবার রাত আটটা থেকে ওইদিন রাত ১২টা পর্যন্ত এই মাদকবিরোধী অভিযান চালায় ধর্মপাশা ও মধ্যনগর থানা পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ও মধ্যনগর থানার ওসি মো.সজীব রহমান বলেন,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা ও মধ্যনগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে ওই চারজন মাদকব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।