স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের আলমপুরে ৩দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা স¤পন্ন হয়েছে। গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আলমপুর মাঠে চলে এই প্রতিযোগিতা। মঙ্গলবার প্রতিযোগিতার ফাইনাল খেলায় উৎসবে মেতে উঠেন হাজারো দর্শক।
খেলার মাঠে গিয়ে দেখা যায়, ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে জেলার দূর-দূরান্ত থেকে কয়েক হাজার দর্শক এসেছেন। উৎসবের আমেজে মেতে উঠেছেন এলাকার মানুষ।
আয়োজক কমিটির সদস্যগণ জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে ১৭৫টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয় এবং ঘোড়ার সাথে ছিলেন একজন করে অশ্বারোহী। খেলায় পুরস্কার হিসেবে রয়েছে টিভি, খাসি, ছাতা, কলস ইত্যাদি। খেলা দেখতে মাঠের চারপাশে দর্শনার্থীদের ভিড় ছিল। আনন্দে মেতে উঠেন খেলা দেখতে আসা হাজারো দর্শক।
খেলায় বিভিন্ন নামে ঘোড়া নিয়ে আসেন ঘোড়ার মালিকগণ। ঘোড়ার নামেও ছিল বৈচিত্র। রাজ মুকুট, বাংলার সুলতান, বাদশাহ, বীর বাহাদুর, রকেট লাল, পাগলা ঘোড়াসহ বিভিন্ন রকমের নাম ছিল ঘোড়ার।
আলমপুর গ্রামের বাসিন্দা মিসবাহ বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন। আগামীতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে।
আয়োজক ইউপি সদস্য আলিম উদ্দীন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতি বছর খেলার আয়োজন করে থাকি আমরা। খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। আাগামীতে আরো বড় পরিসরে খেলার আয়োজন করবো।
এদিকে এ প্রতিযোগিতাকে ঘিরে আলমপুর মাঠে বসে অসংখ্য দোকানপাট। সবমিলিয়ে আনন্দে আয়োজনে শেষ হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা।