সুনামকণ্ঠ ডেস্ক ::
১৭ বছর বয়সীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান। তিনি বলেন, সাড়ে ১৫ বছর নির্যাতনের শিকার হয়ে প্রতিবাদ করেছেন, কিন্তু স্বৈরাচারী সরকরের আমরা পতন ঘটাতে পারি নাই। আমাদের ছেলেমেয়েদের নেতৃত্বে তা সম্ভব হয়েছে। অগ্রভাগে তারাই ছিলেন, এটা আমাদের গর্বের। প্রধান উপদেষ্টা ১৭ বছর বয়সীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। কেউ কেউ এটা মানতে চান না। আমরা বলি রাস্তায় নেমে যারা স্বাধীনতা এনেছেন, তারা বুক পেতে দিয়েছেন, তাদের অবশ্যই ভোটার করতে হবে। যারা বুক পেতে দিয়ে স্বাধীনতা এনে দিতে পারেন, আমরা কি তাদের ভোটের অধিকার দিতে পারি না?
সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির। পথসভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কারি আজিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঠাকুরগাঁও জেলার সাবেক আমির ও বর্তমানে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল হাকিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মমতাজউদ্দিন, মাহবুবুর রহমান, দিনাজপুর জেলা জামায়াতের আমির আনিসুর রহমান, কাহারোল উপজেলা জামায়াতের আমির তরিকুল ইসলাম প্রমুখ।
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান বলেন, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশ ছেড়ে পালান না। বিগত দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ জন নেতাকে আওয়ামী লীগ খুন করেছে, বিচারিক আদালতের নামে তাদের হত্যা করেছে। ১১ জনের ১ জনও বাংলাদেশ থেকে পালাননি, পালানোর চেষ্টা করেননি। মীর কাসিম বাইরে ছিলেন, তিনিও ফেরত এসেছেন এবং আদালতে দাঁড়িয়ে বলেছেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।”
শফিকুর রহমান বলেন, পৃথিবীর মানচিত্রে অপার সম্ভাবনাময় ছোট একটি দেশ বাংলাদেশ। এখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সব ধর্মের ভাই-বোনেরা যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি আর ভালোবাসা নিয়ে বসবাস করছি। কিন্তু মাঝে মাঝে কেউ কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে বাংলাদেশের সম্প্রতি নষ্ট করতে চায়। সংখ্যাগুরু-সংখ্যালঘু, স্বাধীনতা পক্ষে-বিপক্ষে দুটি শক্তিতে ভাগ করতে চায়। দুনিয়ার ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই কোনো জাতি বিভক্ত হয়ে সম্মানিত হয়েছে, মর্যাদা লাভ করেছে এবং উন্নতির শিখরে উঠেছে। বরং বিভক্ত জাতি বিশৃঙ্খল থাকে। ওই বিভক্তি আমাদের সর্বনাশ করেছে। আমরা এই বিভক্তির কবর রচনা করতে চাই। এখন যারা এই বিভক্তিকে জিইয়ে রাখতে চেষ্টা করবেন, তারা কার্যত জনগণের মুখোমুখি দাঁড়াবেন। আমাদের এখন প্রয়োজন জাতীয় ঐক্য। সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিগত সরকার জনগণের আমানত রক্ষা করেনি মন্তব্য করে জামায়াতের আমির বলেন, সম্পদে ভরা এ দেশ। বিভিন্ন সময়ে যারা দেশ শাসন করেছেন, তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ঢুকিয়েছেন। তছরুপ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, জনগণের স¤পদ লুণ্ঠন করেছেন এবং সেই স¤পদ দেশের বাইরে পাচার করেছেন। বিগত সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে। আগে তারা টাকা পাঠিয়েছেন, পরে সেই টাকার পেছনে পালিয়ে গেছেন।
গণমাধ্যমকর্মীদর উদ্দেশে জামায়াতের আমির বলেন, আগে মানুষ ভয়ের সংস্কৃতির মধ্যে ছিল। মুখ দিয়ে কথা বলতে পারত না। স্বস্তির সঙ্গে নিজের জীবন নিয়ে চলাফেরা করতে পারত। এখন মানুষ স্বস্তির সঙ্গে সব পারে। তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে কোনো কথা বললেই মানুষের জীবনে বিভীষিকাময় শাস্তি নেমে আসত। সাধারণ মানুষ এবং মিডিয়ার ভাইয়েরা নির্ধিদ্বায় খবর পরিবেশন করতে পারে। তবে মাঝেমধ্যে মিডিয়ার ভাইয়েরা ওলটপালট করে ফেলে।
নারীদের পোশাক নিয়ে জামায়াত আমিরের একটি বক্তব্য সম্প্রতি সবার নজর কেড়েছে। সৈয়দপুরে এক সভায় দেওয়া বক্তব্যে তিনি নারীদের কর্ম ও পোশাক নিয়ে কথা বলেছিলেন। ওই প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমির বলেন, ওই সভায় আমি বলেছিলাম, যদি বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম হয়, তাহলে সেই সমাজে মায়েদের মায়ের মর্যাদা দেওয়া হবে। তারা গর্বের সঙ্গে, ইজ্জতের সঙ্গে এ দেশে বসবাস করবেন। তারা সমাজ উন্নয়নে ভূমিকা রাখবেন। জোর করে আমরা কাউকে পোশাক পরাব না। আমরা এমন শিক্ষা ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলব, প্রত্যেকটি মা শালীন ও মার্জিত পোশাক পরে গর্ববোধ করবেন। অথচ একটা টেলিভিশন চ্যানেল খবর করেছে জামায়াতের আমির বলেছেন মেয়েরা ইচ্ছেমতো পোশাক পরিধান করবেন। সংবাদমাধ্যমকে বলা হয় জাতির বিবেক ও জাতির আয়না। আমাদের অনুরোধ, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। যদি আমিও কালো হই, তাহলে কালোই বলবেন, আমাকে ছাড় দেবেন না।