​দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ০২:০১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ০২:০১:২৭ অপরাহ্ন
ডাচ-বাংলা ব্যাংক-এর ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সুনামগঞ্জ সদর উপজেলার কায়েরগাঁও, নারায়ণতলা, জাবালে নূর জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে ‘দৃষ্টি’ প্রকল্পের অধীনে মোট ১৩জন দরিদ্র রোগীকে বিনামূল্যে এবং স্বল্প মূল্যে হাসপাতালের পেইড রোগী ফ্যাকো, এসআইসিএস ও অন্যান্য অপারেশনসহ সর্ব মোট ২৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।

হাসপাতালের নিজস্ব ২৪ বছরের অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনের মাধ্যমে উন্নত প্রযুক্তির লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন স¤পন্ন হওয়ার পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। রোগীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক সুনামগঞ্জের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ এবং ব্যাংক কর্মকর্তা মো. সানরিয়ার তাসনুভ।

ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ-বাংলা ব্যাংক, ছানি রোগী ও ঠোঁট কাটা রোগীদের চিকিৎসা সেবা এবং ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে।

এই মানবিক উদ্যোগকে রোগী, রোগীর অভিভাবকসহ সকলেই সন্তোষ প্রকাশ এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড-ইসিএস)-এর ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। - সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com