স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে বেয়াইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত রোববার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা নয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত ইকবাল হোসেন (৬০) ওই গ্রামের মৃত ইছাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, লাকমা নয়াপাড়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে আছান উল্লাহর সাথে বাড়ির পাশের শাহাবুদ্দিনের মেয়ের বিয়ে হয় বেশ কিছুদিন পূর্বে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর বিষয় নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। রোববার সন্ধ্যায় আছান উল্লাহ ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তখন স্বামী-স্ত্রীর ঝগড়ায় মেয়ের পক্ষ নেন তার বাবা শাহাবুদ্দিন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে গুরুতর আহত হন ছেলের বাবা ইকবাল হোসেন। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এই বিষয়ে নিহতের ভাই আলী হোসেন বাদী হয়ে মেয়ের বাবা শাহাবুদ্দিন, মা ভুলনা বেগম, বোন সোমা বেগমসহ ৯ জনকে আসামি করে তাহিরপুর থানায় সোমবার (৩০ ডিসেম্বর) একটি হত্যা মামলা দায়ের করেছেন।