ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় গ্রামের নিজ নিজ বসতঘর থেকে রবিবার গভীর রাতে রাতে পাঁচজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সুখাইড় গ্রামের রতন দাস (৩৫), যতন দাস (২৮), ভজন দাস (২৩), সাধন দাস (২২) ও নিরঞ্জন দাস (৩৮)। উপজেলার সুখাইড় গ্রামের এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ২০২১সালে ৭ মে এই পাঁচজনের বিরুদ্ধে ধর্মপাশা থানায় মামলা হয়। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রবিবার রাত আড়াইটার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।