ধর্মপাশা প্রতিনিধি ::
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে ধর্মপাশা উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধর্মপাশা উপজেলা শাখা এই টুর্নামেন্টের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদার, যুগ্ম আহ্বায়ক এম. হাবিবুল্লাহ, মোজাম্মেল সিকদার, সদস্য সচিব সারোয়ার হোসেন, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার খন্দকার, ছাত্রনেতা তানভীর আহমেদ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে উকিলপাড়া দুরন্ত স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে খালেক ম্যানশন স্পোর্টিং ক্লাব হারিয়েছে।