স্টাফ রিপোর্টার ::
সড়ক দুর্ঘটনায় নিহত সুনামগঞ্জ পিটিআই’র বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থী মেধাবী শিক্ষক রাজিব চৌধুরী স্মরণে পিটিআই’র পুরুষ হোস্টেলটিকে তার নামে নামকরণ করা হয়েছে।
সোমবার সকালে সুনামগঞ্জ পিটিআইয়ের পুরুষ হোস্টেলটিকে ‘রাজিব চৌধুরী স্মৃতি হোস্টেল’ নামকরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া রাজিব চৌধুরী স্মৃতি হোস্টেলের নামকরণ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পিটিআই-এর সুপারিন্টেন্ডেন্ট দীপংকর মোহান্ত, সহকারী সুপারিন্টেন্ডেন্ট চন্দন কুমার বণিক, ইন্সট্রাক্টর সজীব কুমার তালুকদার, প্রয়াত রাজিব চৌধুরীর বাবা অমলেন্দু চৌধুরী, মাসি রিনা রানী তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন রশীদ, পিটিআই-এর বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থী শিক্ষক ইজ্জত আলী, বিশ্বজিৎ দাস, শাহ বেলাল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর সন্ধ্যার পর রাস্তা পারাপার হয়ে পিটিআইয়ে প্রবেশ করার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন শিক্ষক রাজিব চৌধুরী। পরে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামে।