স্টাফ রিপোর্টার ::
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র নির্দেশনায় তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রবিবার দিনব্যাপী টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কোণা, কারেন্ট ও চায়নাদুয়ারী জাল জব্দ করা হয় এবং পুড়িয়ে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ।