স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তার মোড়ে যাত্রী ছাউনি দীর্ঘদিন যাবত ব্যবসায়ী ও বখাটেদের দখলে রয়েছে। প্রশাসনের অভিযানে একাধিকবার জরিমানার পরও তারা দখল ছাড়ছে না। যাত্রী হয়রানিসহ নানা অপকর্ম চলছে এই যাত্রী ছাউনি ঘিরেই।
জানা যায়, জেলা পরিষদ কর্তৃক নির্মিত যাত্রী ছাউনিটি ঢাকা যাতায়াতের গাড়ির টিকেট বিক্রির ব্যবসা, পানের দোকানের ব্যবসা ও নেশাজাত দ্রব্য বেচাকেনার ব্যবসা চালিয়ে যাচ্ছে কতিপয় ব্যক্তিরা। মধ্যরাতে চলে মাদকসেবীদের আড্ডা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই যাত্রী ছাউনিতে আব্দুল হামিদের টিকেট কাউন্টার, ফয়েজুল হক পানের দোকানের ব্যবসা এবং সাকিল মিয়াসহ আরও কয়েকজন দখলে রয়েছে। এই যাত্রীছাউনি থেকে নারী যাত্রীদের সাথে ইভটিজিং করা বখাটেদের নিত্যদিনের কাজ। এছাড়া মধ্যরাতে বসে নেশা পানের আড্ডা। এতে এলাকার পরিবেশ এবং যুব সমাজ নষ্ট হচ্ছে।
সরেজমিনে দেখাযায়, সিলেটের যাত্রী দুই মেয়ে ছাউনিতে বসে থাকা অবস্থায় বখাটেরা মোবাইল ফোনে টিকটক চালাচ্ছিল। একপর্যায়ের তাদের ইভটিজিং করতে থাকে। এসময় ওই দুই মেয়ে যাত্রীছাউনি ত্যাগ করেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নাজির আহমদ বলেন, যাত্রী ছাউনি তাদেরকে ব্যবহার করতে না দিলে প্রসাব-পায়খানা করে রাখে। এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সদর থানা ও আদালতে। প্রশাসনের অভিযানে গত বছর জরিমানার পরও তারা অবৈধভাবে দখলে রেখেছে এই যাত্রী ছাউনি।
অভিযুক্ত ব্যক্তি আব্দুল হামিদ বলেন, আমাদের বিরুদ্ধে অভিযানে জরিমানা হয়েছিল। কিন্তু আমরা দখল ছেড়ে গেলে ছাউনি নোংরা হয়ে যায়। তাই অফিসারেরা বলেছেন দখলে থাকতে। নারী যাত্রীদের সাথে ইভটিজিং করার বিষয়ে তিনি বলেন, এটা অন্য ছেলেরা করতে পারে। এসব খবর আমি রাখি না।