স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরে চুরি ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের দুটি প্রণামী বাক্সের তালা ভেঙে সব টাকা নিয়ে গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে জানান মন্দির পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক বিজয় তালুকদার বিজু।
তিনি আরও জানান, দানবাক্স চুরির পূর্বে মন্দিরে লাগানো ১৪টি সিসি ক্যামেরার মধ্যে ৩টি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা। পরে মন্দিরের দুটি প্রণামীবাক্সের তালা ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়।
বিজয় তালুকদার বিজু জানান, প্রতি মাসের প্রথম সপ্তাহে দান বাক্স খোলা হয়। এসব দানবাক্সে প্রতিমাসে আনুমানিক ২০-২৫ হাজার টাকা পাওয়া যায়। প্রণামী বাক্স ভেঙে টাকা চুরির পূর্বে মন্দিরের কেয়ারটেকার এবং সেবাইতের পৃথক ২টি রুম বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখা হয়। সেবাইত সকালে তাদের ঘর তালাবদ্ধ থাকায় ভেতর থেকে চিৎকার করতে থাকেন। পরবর্তীতে বিষয়টি তিনি মন্দির পরিচালনা কমিটির সাধারণ স¤পাদকসহ আশপাশের মানুষকে অবগত করেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মন্দির পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক বিজয় তালুকদার বিজু। উল্লেখ্য, কিছুদিন পূর্বে শহরের কেন্দ্রীয় দুর্গা মন্দির এবং কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক বলেন, এসব ঘটনাগুলো বারবার পুলিশ প্রশাসনকে অবগত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।