সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গত দুদিনে কোটি টাকা চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনো কারবারিকে আটক করতে পারেনি তারা। শুক্র ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জের বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই ও কালাসাদেক বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ চিনি, কমলা, সুপারি, মহিষ, শাড়ি, বিভিন্ন ধরনের কাপড়, কম্বল, সাবান, ক্রিম, পারফিউম ও চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও শিং মাছ জব্দ করে। এছাড়া চোরাচালানি পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও পিকআপ জব্দ করে বিজিবি।
জব্দকৃত চোরাই মালামালের বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ১ হাজার ৮৮০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণে ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।