বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির দপ্তর সম্পাদক হয়েছেন ঢাকা ডিএমপি উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী। শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সার্ভিস এসোসিয়েশনের অ্যাডহক কমিটির দপ্তর সম্পাদক হওয়ায় খুশি তার জন্মস্থান সুনামগঞ্জের সাধারণ মানুষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করতে মো. মতিউর রহমান শেখকে সভাপতি এবং মো. আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের ৩৫ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হলো। কমিটির প্রথম সভায় সদস্যের মধ্যে দফতর বণ্টন করা হয়। - সংবাদ বিজ্ঞপ্তি