স্টাফ রিপোর্টার ::
আগামীকার রবিবার সুনামগঞ্জ শহরতলির ইব্রাহিমপুর গ্রামবাসীর উদ্যোগে ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত ইব্রাহিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই ওয়াজ মাহফিল হবে। এতে সভাপতিত্ব করবেন আলহাজ্ব আব্দুছ সোবহান (রানা মিয়া)। প্রধান অতিথির বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন মুফাসসিরে কুরআন মুফতি ড. আহমদ হাসান, গাজীপুরী। প্রধান বক্তার বক্তব্য রাখবেন মাওলানা হাফেজ মারুফ বিল্লাহ আশেকী, ঢাকা। প্রধান আকর্ষণে থাকবেন মাওলানা খিজির আহমদ, চাঁদপুরী।
এছাড়াও উপস্থিত থাকবেন মাওলানা হাফেজ তারিছ আলী, মাওলানা মুবাল্লিগ হুসাইন (শাহিন), হাফেজ সুলাইমান আহমেদ কামরান। ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকতে আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।