স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শুকনো খাবার ও কম্বল উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ইমনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক সমর কুমার পাল, এনডিসি মোস্তাফিজুর রহমান। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধী লোকজন এসব উপকরণ পেয়ে খুশি হয়ে বলেন, আমাদের এসব খাবার ও শীতের কম্বল খুব উপকারে আসবে।
আকবর আলী, মাসুদা আক্তার বলেন, চাল, ডাল, মসলাপাতি দিয়ে আমাদের সংসারের কয়েকদিনের খাবার চলে যাবে। আমরা আনন্দিত এসব খাবার পেয়ে।
সেলিনা, কামাল মিয়া বলেন, শীতের কম্বল গায়ে দিয়ে রাতে শান্তিতে ঘুমাতে পারবো।
২০১ জন অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।