সোনালী ব্যাংক কর্মকর্তা দেবল চন্দ্র তালুকদার ও সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রতœা তালুকদারের বড় সন্তান দিবস তালুকদার আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। সে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত।
দিবস তালুকদার আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন শিক্ষা বিষয়ক অনলাইন প্লাটফর্ম ব্যম্বিনোস-এর এক মাসব্যাপী গণিত বিষয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা “ম্যাথ -অ্যা - থোন” আয়োজনে ফার্স্ট রানার্স আপ হয়েছে।
উল্লেখ্য, সে ২০২৪ সালে ক্যাডেট ভর্তি পরীক্ষায় সারাদেশে ২য় স্থান অর্জন করে। তাছাড়া সে ম্যাথ অলি¤িপয়াড ও ইংলিশ অলি¤িপয়াডে গ্র্যান্ড ফাইনালে প্রার্থী ছিল। বড় হয়ে সে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউনিভার্সিটি এমআইটি-তে পড়তে চায়। সে সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থী। - সংবাদ বিজ্ঞপ্তি