একটি সংবাদের শিরোনাম করা হয়েছে ‘দেখার কেউ নেই : মৌলা নদী থেকে অবাধে লুট হচ্ছে বালু’। ‘লুট’ এমন একটি আর্থসামাজিক প্রপঞ্চ যে, তার সম্পর্কে ধারণা নিতে গেলে এই মৌলা নদী কোথায় জানার কোনও প্রয়োজন নেই। লুট হচ্ছে এটাই হলো আসল কথা।
এইভাবে কেবল নদী নয়, পাহাড়-টিলা, বন-বাদাড়, হাওর-বিল-ঝিল, নালা-খাল যেখানে সম্পদের উৎস সেখানেই লুটের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংক লুটসহ দেশের প্রতিটি আর্থনীতিক খাতে অর্থাৎ প্রকৃতি ও সমাজের সবখানে লুটের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। প্রশ্ন হলো, এই ‘দেখার কেউ’টা কে? অনর্থক বাকবিস্তারের প্রয়োজন দেখি না। এর সোজাসাপটা উত্তর একটাই, ‘সরকার’। অভিজ্ঞমহলের ধারণা, সরকার ছাড়া দেশ চলে না, সেজন্যে প্রকৃতি ও সমাজের সর্বত্র এইরূপ লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠাকে প্রতিহত করার অঙ্গীকার পালনে সরকারকে অবশ্যই দৃঢ়প্রত্যয়ী হতে হবে।