স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ হবে আজ বৃহঃপতিবার। লাইব্রেরিতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবার সহ-সভাপতির ২টি, সহ-সাধারণ স¤পাদক ২টি এবং সদস্য পদের ৭টিতে সরাসরি ভোট হচ্ছে। এসব পদে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহ-সভাপতির দুটি পদের ৪জন প্রার্থী হলেন অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, সুখেন্দু সেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও মোহাম্মদ আবুল হোসেন।
সহ-সাধারণ সম্পাদকের ২টি পদে প্রার্থী আছেন ৩জন। তারা হলেন দেওয়ান গিয়াস চৌধুরী, অ্যাডভোকেট এআর জুয়েল ও মো. আমিনুল হক। সদস্য পদের ৭টিতে প্রার্থী আছেন ১২জন। তারা হলেন- অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট এনাম আহমদ, শাহীনুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন, প্রদীপ কুমার পাল, আলমগীর আহমদ তালুকদার, মো. উবায়দুর রহমান, রিংকু চৌধুরী, সুহেল আলম, মোহাম্মদ সুবাস উদ্দিন, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, অ্যাডভোকেট ফজলুল হক।
সাধারণ সম্পাদক পদে এবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক-আইনজীবী খলিল রহমান। তিনি ২০২২ সালের নির্বাচনেও একই পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবার কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন।
লাইব্রেরির ১৫টি পদের মধ্যে ১৩টি পদে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি হিসেবে পদাধিকার বলে রয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক; সিনিয়র সহ-সভাপতি সুনামগঞ্জ পৌরসভার মেয়র। এই দুইটি পদ বাদে বাকি ১৩টিতে ভোট হয়।
এবার লাইব্রেরির দাতা ও আজীবন সদস্য হিসেবে ভোটার আছেন ৭৪৮জন। লাইব্রেরির সকল সম্মানিত দাতা ও আজীবন সদস্যদের ভোট প্রদানের আমন্ত্রণ জানিয়েছেন সাধারণ সম্পাদক অ্যডভোকেট খলিল রহমান।