ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামের নিজ বসতঘর থেকে সোমবার (২৩ ডিসেম্বর) রাতে কনিক মিয়া (৩৮) ও শফি উদ্দিন (৬৫) নামের দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দুজন সম্পর্কে পিতা ও পুত্র।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার ধর্মপাশা গ্রামের কনিক মিয়া ও তার বাবা শফি উদ্দিনসহ চারজনের নাম উল্লেখ করে গত ১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়। দীর্ঘদিন ধরে তারা দুজন পলাতক ছিলেন। সোমবার রাত দুইটার দিকে নিজ বসতঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।