স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় লতিরাজ কচুর মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে জামালগঞ্জ সদর ইউনিয়নের কদমতলী গ্রামে মাঠ দিবসের সভাপতিত্ব করেন কৃষক আনোয়ার হোসেন। উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দ্বীপক রঞ্জন সরকার। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন কৃষক আবেদ আলী, রহিম উদ্দিন।