বাংলাদেশ ব্যাংক, সিলেট কর্তৃক আয়োজিত “জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠান-২০২৪” সুনামগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। রবিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি সুনামগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য।
সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক আবু সালেহ মোহাম্মদ আরিফ চৌধুরী।
সমন্বয়কারী হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক শংকর চন্দ্র এবং এমএফএসডিপি বিষয়ক বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক কেয়া চন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখা, সুনামগঞ্জের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান সঞ্জয় কুমার দেব।
এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ অঞ্চলের তফসিলী ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক-শিক্ষার্থীগণ, ব্যবসায়ীবৃন্দ ও সুধীজন।
উক্ত অনুষ্ঠানে জালনোট শনাক্ত ও প্রচলন প্রতিরোধের বিষয়টি সার্বিকভাবে তুলে ধরেন রিসোর্স পার্সন আবু সালেহ মোহাম্মদ আরিফ চৌধুরী।
জনসাধারণকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতন করতে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক কেয়া চন্দ। - সংবাদ বিজ্ঞপ্তি