স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ প্রধান ডাকঘরের সাবেক পোস্ট মাস্টার ও বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মো. শাহজান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জের আয়োজনে শনিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সমিতির প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম মাস্টারের সভাপতিত্বে ও সদস্য মো. তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে অংশ নেন বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জের সদস্য অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল, অ্যাডভোকেট আব্দুল হক, মুফতি আব্দুল হক, মাওলানা আব্দুর রকিব, মাওলানা রফিক আহমদ, আব্দুল মালেক, প্রভাষক মশিউর রহমান, হাফিজ নূর আহমেদ, জিয়াউল হক, মো. শওকত আলী, মো. নূরুল ইসলাম, মো. জহিনুর মিয়া, সেলিম আহমদ, আব্দুল মান্নান, দুলাল মিয়া, জিয়াউর রহমান, শাহ জালাল সুমন প্রমুখ। পরিবারের পক্ষে আলোচনায় অংশ নেন মরহুম মো. শাহজাহানের সহধর্মিণী মোছা. হাজেরা খাতুন।
বক্তারা বলেন, পোস্টমাস্টার মো. শাহজান অত্যন্ত মানবিক এবং পরোপকারী মানুষ ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি নির্মোহ, নির্লোভ, নিরহংকার, বন্ধুসুলভ ও নৈব্যক্তিক চরিত্রের অধিকারী ছিলেন। সমাজে সত্য ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন। তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে আমৃত্যু সুনামগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানুষকে কীভাবে সহজে সেবা দেয়া যায় সেজন্য তিনি ব্যস্ত থাকতেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য হাফিজ আব্দুল গফফার এবং শোকবার্তা পাঠ করেন দুলাল মিয়া।
রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল হক।