স্টাফ রিপোর্টার ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ সরকারি কলেজ ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ঐতিহাসিক বটতলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল ওহাব। সাচনাবাজার ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি’র নেতা মঞ্জুরুল হক আফিন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপি'র সাবেক সহসাধারণ সম্পাদক গোলাম রব্বানী আফিন্দী, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. শাহ জাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন দিপক, জামালগঞ্জ উত্তর ইউপি বিএনপি সভাপতি আলী আক্কাস মুরাদ। বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুর নুর আখঞ্জী, ফজলুল হক গোলাপ, রোকন মিয়া, মিজানুর রহমান, উসমান গণি, জিয়াউর রহমান, কাজী শহীদ, মঈনুল ইসলাম, নাজমুল হাসান অপু, নুর আহম্মদ, রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনকে এমপি হিসেবে দেখতে চাই। ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন এমপি প্রার্থী হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত মুখ। এ আসনে অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি দলীয় যোগ্য প্রার্থী। যে কারণে আমরা বিএনপির নীতি নির্ধারণী ফোরামের কাছে দাবি করছি এ আসনে তাঁকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।
ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগণের কল্যাণের জন্য। আমার ছাত্রজীবন থেকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের পরামর্শে জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। তারেক রহমানের আহ্বান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনস¤পৃক্তিকরণের মাধ্যমে সাম্য, মানবিক রাষ্ট্র, সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার, আইনের শাসন, মানুষের জীবনমান উন্নয়ন ও সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে চাই। দেশপ্রেমিক, সুশিক্ষিত, মেধা ও যোগ্যতার ভিত্তিতে গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য সুনামগঞ্জ-১ আসনের সকল পেশার জনগণের ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।