তানভীর আহমেদ ::
হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে কোনো অনিয়ম এবং সময় ক্ষেপণ সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শনকালে তিনি এই কথা জানান। তিনি ওইদিন উপজেলায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত ১নং প্রকল্পে আঙ্গারুলি হাওর উপ-প্রকল্পের ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরণ এবং মেরামত কাজ পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওরের একমাত্র বোরো ফসল রক্ষা করতে বাঁধের নির্মাণকাজে কোনো অনিয়ম হলে তা সহ্য করা হবে না। তিনি বলেন, বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হবে। কোনো অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করা যাবে না। অনিয়ম করলে সংশ্লিষ্টদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না। অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাঁধের কাজ পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবস¤পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর-১) মো. মামুন হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম, সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, সুনামগঞ্জ নেজারত ডেপুটি কালেক্টর মো. মোস্তাফিজুর রহমান ইমন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার ব্যক্তিবর্গ।