স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা পরিষদের অর্থায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. আবুল কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, এই রিস্কেবল স্প্রে মেশিন বিদ্যুৎ না থাকলেও ব্যাটারি দিয়েও চার্জ করা যায়। এছাড়াও হাত দিয়েও চালানো যায়। প্রতি গ্রুপে ৫ জন করে ১২০টি গ্রুপে ১২০টি মেশিন বিতরণ করা হয়েছে।