স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক পদে এবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংবাদিক-আইনজীবী খলিল রহমান। তিনি ২০২২ সালের নির্বাচনেও একই পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
এবার কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন কমিশনার সমর কুমার পাল বুধবার এই দুজনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন।
লাইব্রেরি কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর।
সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ছাড়া এবার ১১টি পদে ১৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতির দুটি পদের চারজন প্রার্থী হলেন অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, সুখেন্দু সেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও মোহাম্মদ আবুল হোসেন।
সহ-সাধারণ সম্পাদকের দুটি পদে প্রার্থী আছেন তিনজন। তারা হলেন দেওয়ান গিয়াস চৌধুরী, অ্যাডভোকেট এ আর জুয়েল ও মো. আমিনুল হক। সদস্য পদের সাতটিতে প্রার্থী আছেন ১২জন। তারা হলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট এনাম আহমদ, মো. উবায়দুর রহমান, মো. শাহীনুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন, প্রদীপ কুমার পাল, আলমগীর আহমদ তালুকদার, রিংকু চৌধুরী, সুহেল আলম, মোহাম্মদ সুবাস উদ্দিন, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, অ্যাডভোকেট ফজলুল হক।
লাইব্রেরির ১৫টি পদের মধ্যে ১৩টি পদে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি হিসেবে পদাধিকার বলে রয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক; সিনিয়র সহ-সভাপতি সুনামগঞ্জ পৌরসভার মেয়র। এই দুইটি পদ বাদে বাকি ১৩টিতে ভোট হয়।
এবার ভোটগ্রহণ হবে ২৬ ডিসেম্বর বৃহঃপতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এবার লাইব্রেরির দাতা ও আজীবন সদস্য হিসেবে ভোটার আছেন ৭৪৮জন।