স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টা থেকে জামালগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো, ‘প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার।’
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর শুরুতে অভিবাসী মেলার উদ্বোধন করেন। এরপর র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর বলেন, অভিবাসী ও প্রবাসী উভয়ই আলাদা কমিউনিটি। অভিবাসীরা নিজ দেশ ত্যাগ করে স্থায়ী ভাবে বসবাসের জন্য অন্য দেশে গমন করেন। আর প্রবাসীরা একটা নির্দিষ্ট সময়ের জন্য পারিবারিক সচ্ছলতা আনয়নে অর্থোপার্জনের জন্য বিদেশে গমন করে আবার স্বদেশে ফিরে আসেন। তবে উভয় কমিউনিটিই অনেক দুঃখ কষ্ট সহ্য করে পারিবারিক আর্থিক সচ্ছলতা সহ দেশের জন্য গৌরব বয়ে আনেন। সেজন্য বিদেশে গমনেচ্ছু কেউ যেন দালালের মাধ্যমে প্রতারিত না হন, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। বিদেশে গমনেচ্ছুদের তিনি যথাযথ প্রপার চ্যানেলে কাজের বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করে সরকারের সংশ্লিষ্ট দফতরের পরামর্শ নিয়ে যেতে উদ্বুদ্ধ করেন।
তিনি আরো বলেন, সরকার প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করে বিদেশে গমনেচ্ছু কর্মীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রতিনিয়ত কাজ করছে। তবু অনিয়মিতভাবে অভিবাসনের হার কমছে না। তাই সাধারণ মানুষের মাঝে এই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলকে আরো বোশি করে ভূমিকা রাখতে হবে। তিনি মাইগ্রেশন প্রোগ্রামে ব্র্যাকের কার্যক্রমকে ধন্যবাদ জানান।
আলোচনা সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিষয়বস্তু উপস্থাপন করেন, মাইগ্রেশন প্রোগ্রাম জামালগঞ্জের প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকার।
আলোচনা সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রণধীর দেবনাথ, বিআরডিবি কর্মকর্তা শ্রীকান্ত সাহা, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ থানার এসআই সিদ্দিক আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন প্রবাস ফেরত তরিকুল ইসলাম ও রহিমা আক্তার, প্রবাসবন্ধু ফোরাম জামালগঞ্জ উপজেলার সভাপতি আফছার উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল আহমদ।