
স্টাফ রিপোর্টার::
পেশ ইমাম ও খতিব হিসেবে মানবাধিকার লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মো. মুজিবুর রহমান। তিনি বিশেষ অবদানের জন্য তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন।
বাংলাদেশ মানবাধিকার সোসাইটি’র উদ্যোগে গত ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকালে পল্টন টাওয়ার ঢাকায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সংগঠনের যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন আহমেদ এবং মহাসচিব এম.এইচ আরমান চৌধুরীর স্বাক্ষরিত এই অ্যাওয়ার্ড সনদ প্রদান করা হয়।