সুনামকণ্ঠ ডেস্ক ::
টঙ্গীতে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় সাদপন্থিদের বিষয়ে কী সিদ্ধান্ত জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিবদমান গ্রুপগুলো আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নিক। এ সময় ইজতেমা মাঠ এলাকায় সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না বলেও জানান তিনি।
বুধবার (১৮ ডিসেম্বর) জুবায়েরপন্থিদের সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সাদপন্থিরা ইজতেমা করতে পারবে কি না সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের (তাবলিগ জামাতের দুই গ্রুপের) ভেতরে কিন্তু একটা আলোচনা চলছে। তারা যদি আলোচনা করে একটা সমাধানে আসতে পারেন।
সরকারের অবস্থান কী জানতে চাওয়া হলে তিনি বলেন, ভাইয়েরা আলোচনা করছেন, আলোচনার পর আমরা একটা সিদ্ধান্তে আসব।
ইজতেমা মাঠে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা হত্যাকা-ের সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই আইনের অধ্যায় আনতে হবে। এদের তো ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। খুনিদের তো কোনো অবস্থায়ই ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। তিনি বলেন, তারা (জুবায়েরপন্থি) আজকের ভেতরেই মামলা করবে। মামলার সাথে সাথে যারা প্রকৃত দোষী তাদের আইনের আওতায় নিয়ে আসব।
এর আগে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মাওলানা মামুনুল হকসহ জুবায়েরপন্থি কয়েকজন আলেম। বৈঠকে ভূমি উপদেষ্টা, তথ্য উপদেষ্টাসহ সাত উপদেষ্টা উপস্থিত ছিলেন।
বৈঠকে সাদপন্থিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ এবং তাদেরকে ইজতেমা করার অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন জুবায়েরপন্থিরা।