স্টাফ রিপোর্টার ::
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অপূর্ব চিসিমের পরিচালনা প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি মো. বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানেজার স্টিপ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, উত্তম হালদার, দীপক বৈরাগী, প্যাটিশিয়া রিছিল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জেলার অসহায় দরিদ্র পরিবারের শিশুদের লেখাপড়া নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসা উচিত। ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ঝরেপড়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ সহায়তা করা হয়। বিভিন্ন সময়ে শিশুদের নিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে ওয়ার্ল্ড ভিশন। সবাইকে এগিয়ে আসলে আগামীর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
সভা শেষে ওয়ার্ল্ড ভিশনের আওতায় ৩ হাজার ২শত নিবন্ধিত ও অনিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, টুথপেস্ট ও ব্রাশ বিতরণ করা হয়।
এসময় শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, ওয়ার্ল্ড ভিশনের সহায়তা শিশুদের অনেক কাজে লাগছে। লেখাপড়া থেকে শুরু করে শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় ওয়ার্ল্ড ভিশনের সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তারা।