স্টাফ রিপোর্টার ::
বজ্রপাত থেকে রক্ষায় পাঁচশত তালগাছের চারা রোপণ করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ছড়ারপার-মোকসেদপুর সংযোগ সড়কের দুই পাশে ৫শত তালের চারা রোপণ করা হয়।
পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছড়ারপার গ্রামে কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, তালগাছ পরিবেশবান্ধব একটি গাছ এবং এই গাছ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু। তালগাছের শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত প্রবেশ করায় ঝড়ে হেলে পড়ে না কিংবা ভেঙে পড়ে না। যেখানে কোনো কিছু চাষ হয় না সেখানেও তালগাছ তার শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায়। নতুন রাস্তার অবকাঠামো, বাঁধ ও নদীভাঙন ঠেকাতে তালগাছের রয়েছে সফল প্রয়োগ। আগামীতেও দেশের বিভিন্ন জায়গায় তালের চারা রোপণ কর্মসূচি অব্যাহত রাখবে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, তাহিরপুর উপজেলার কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম, তাহিরপুর উপজেলা এবং স্কয়ারের প্রতিনিধি সেলস কো-অর্ডিনেটর ক্রপ কেয়ার ডিভিশনের আনোয়ার হোসেন, সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. জিল্লুর রহমান, জোনাল সেলস ম্যানেজার নুর উদ্দিন আহমেদ, ডিপো ইনচার্জ মো. মাসুদ রানা, ফিল্ড ম্যানেজার মো. নাজমুল হক, স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া, হারুনুর রশিদ, নজরুল ইসলামসহ দুই শতাধিক কৃষক।