ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজার থেকে সোমবার রাতে বেলায়েত হোসেন (৪৫) নামের এক আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জনকে আসামি করে গত ৭ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলার জয়শ্রী বাজার থেকে সোমবার রাত দুইটার দিকে জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক স¤পাদক বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।