স্টাফ রিপোর্টার ::
নতুনভাবে দেশ গড়ার প্রত্যয়ে সুনামগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পু®পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
প্রথমেই মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ পৌর প্রশাসক সমর পালসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপরই শহীদদের প্রতি সালাম প্রদর্শন করে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান। এসময় পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আওয়ামী লীগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা কারাগার, জেলা আইনজীবী সমিতি, স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন অফিস, সুনামগঞ্জ প্রেসক্লাব, সড়ক ও জনপথ বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তথ্য অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, রেডক্রিসেন্ট সোসাইটি, শিল্পকলা একাডেমি, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ, সুশাসনের জন্য নাগরিক সুজনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সকাল ৮টায় জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান পিপিএম। এসময় জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয় গঠিত একটি সুসজ্জিত চৌকস দল জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন।
অপরদিকে সোমবার সকাল ১০টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন।
বিজয় মেলার উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আজ মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন দেশ পেয়েছি। স্বধীন দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছি। আমরা স্বাধীন পতাকা পেয়েছি। এই দিনের মাধ্যমে আমরা বিশ্বে পরিচিতি পেয়েছি। তিনি বলেন, বৈষেম্যর কারণে এই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু দীর্ঘ ৫০ বছরেও বৈষম্য দূর হয়নি। সেই বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যে আবারও ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলন হয়। ওই আন্দোলনের মাধ্যমে আমরা নতুনভাবে দেশ গড়ার প্রত্যয় নিয়েছি। ছাত্র-জনতা সবাই সমান অংশীদার হিসাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উন্নত ও মর্যাদাশীল দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরে তিনি বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে বিজয় মেলার উদ্বোধন করেন।