স্টাফ রিপোর্টার ::
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখত। রবিবার দিবাগত রাতে (১৬ ডিসেম্বর) সাবেক মেয়র নাদের বখত একাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সাথে কোনও নেতাকর্মী ছিলেন না। তিনি একাই বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এর আগেও তিনি একাই ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন। এছাড়াও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন।
৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের দুই জন মেয়র আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন তাদের একজন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভি এবং অপরজন হলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বর্তমানে পৌর মেয়র নাদের বখত একটি মামলায় আসামি হওয়ার কারণে আত্মগোপনে থাকলেও হঠাৎ করেই তিনি শ্রদ্ধা জানাতে আসেন জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন নবনির্মিত শহীদ মিনারে।