মো. বায়েজীদ বিন ওয়াহিদ :: দৈনিক নয়া দিগন্তের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপের মাতা নূরজাহান চৌধুরী (৮২) ইন্তেকাল করেছেন। রবিবার ভোর সাড়ে ৪ টায় বার্ধক্যজনিত কারণে তিনি জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ সোমবার দুপুর ২টায় ফেনারবাঁক নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য গত ২৫ নভেম্বর নূরজাহান চৌধুরীর স্বামী বিশিষ্ট সালিশ ব্যক্তি ও জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজুর রহমান চৌধুরী (১০৬) ইন্তেকাল করেছেন। স্বামীর মৃত্যুর ২১ দিন পর নূরজাহান চৌধুরী মারা গেলেন। মহীয়সী এই নারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামালগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।