
সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকসার চালকসহ আরও চারজন আহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আঞ্জব উল্লাহর ছেলে রুহুল আমিন (২৬) ও উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)।
স্থানীয়রা জানান, সিলেট শহরমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকসা মুখোমুখি সংঘর্ষে হয়। এতে চালক ও পাঁচজন যাত্রী হতাহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আব্দুল মুকিত ও রুহুল আমিনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি অটোরিকসা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসার দুই যাত্রী নিহত হন এবং চালক ও এক নারীসহ অন্যরা আহত হয়েছেন।
আহতদের বরাত দিয়ে ওসি মিজানুর আরও জানান, তারা পাঁচজন একটি অটোরিকসা ভাড়া করে জগন্নাথপুরের উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে দক্ষিণ সুরমার লালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রুহুল আমিন ও আব্দুল মুকিত মারা যান।