স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের মিয়া (৬৫) মৃত্যু বরণ করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখার নায়েবে আমির মো. সেলিম হায়দারের চাচা। তিনি মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাদাঘাট বাজার বণিক সমিতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।