স্টাফ রিপোর্টার ::
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবদের স্মরণ করেছেন সুনামগঞ্জবাসী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় জেলা পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমেদ আকুঞ্জি, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, জাকির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালামসহ বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, গণপূর্ত বিভাগ, জেলা খাদ্য বিভাগ, সদর মডেল থানা, জেলা আনসার ও ভিডিপি, জেলা শিশু একাডেমী, কৃষি উন্নয়ন কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
অপরদিকে, শনিবার সন্ধ্যায় পিটিআই বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। পৃথকভাবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা খেলাঘর, মহিলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক রমেন্দ্র কুমার দে, কবি ও লেখক সুখেন্দু সেন, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, জেলা খেলাঘর সভাপতি বিজন সেন রায়, লেখক নির্মল ভট্টাচার্য্য, অ্যাড. এনাম আহমেদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রভাষক দুলাল মিয়া, হায়দার আলী, শরিফা আশ্রাফি শম্পা প্রমুখ।