স্টাফ রিপোর্টার ::
এসএসসি ব্যাচ সুনামগঞ্জ জেলা ৮৬’র মিলন মেলা, আড্ডা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে জেলা স্কাউটস ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্ব স্ব কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করায় এসএসসি ৮৬ ব্যাচের চার জনকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতশ্রী রায়কে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সুনামগঞ্জ জজ কোর্টের পিপি স্পেশাল নির্বাচিত হওয়ায় অ্যাড. আনিসুজ্জামান শামিমকে, দিগেন্দ্র বর্মণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় প্রমথ রঞ্জন চক্রবর্তীকে এবং সুনামগঞ্জ আগমন উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রফিকুর রবকে সম্মাননা প্রদান করা হয়।