স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে শহরে তিন দোকানিকে চার হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের মোরগ হাটে এই অভিযান চালান ভোক্তা অধিকার অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এসময় সহযোগিতা করেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা সভাপতি অ্যাড. নাসিরুল হক আফিন্দী, সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই আল আমিন।
সূত্র জানায়, পণ্যের বিক্রয়ের মূল্য তালিকা সঠিক না থাকা, চালান কপি ও পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকার দায়ে শাহ আলম পোল্ট্রি ফার্মকে এক হাজার টাকা, সাখাওয়াত পোল্ট্রি ফার্মকে দুই হাজার টাকা এবং সাইফুল পোল্ট্রি ফার্মকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।