শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর উপজেলার একটি মামলায় গ্রেফতার করা হয় তাকে। বৃহঃপতিবার বিকাল ৩টার দিকে পাথারিয়া ইউনিয়ন পরিষদ থেকে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। জানা যায়, ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করতে ব্যাপক নাশকতা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেপ্টেম্বর মাসে ৯৯ জনের নাম উল্লেখ করে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় অজ্ঞাতনামা তালিকায় গ্রেফতার করা হয়েছে চেয়ারম্যান শহীদুল ইসলামকে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাকে সুনামগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেবো। মামলাটি সদর থানার।