ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক স¤পাদক তোফায়েল আহমেদ (৩৪) ও ছাত্রলীগের উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ সুজন (২৬)কে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ স¤পাদকসহ ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জনকে আসামি করে নাশকতার প্রস্তুতির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে গত ৭ ডিসেম্বর থানায় একটি মামলা হয়। এই মামলায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামে মঙ্গলবার সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তোফায়েল আহমেদ ও তামিম আহমেদ সুজনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে এই দুইজনকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।