স্টাফ রিপোর্টার ::
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের স্কাউট গ্রুপের উদ্যোগে দীক্ষাগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানটি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ স্কাউটের এএলটি বিপ্লব কেতন চ্যাটার্জির সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হাসান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সুনামগঞ্জ জেলার সাবেক স¤পাদক তাহের আলী তালুকদার, সিনিয়র শিক্ষক আব্দুল মকদ্দছ, অনুপ নারায়ণ তালুকদার, সহকারী শিক্ষক আবুল কাসেম, সোহেল রানা ও বিশ্বম্ভরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক স্কাউট লিডার সাংবাদিক জিয়াউর রহমানসহ অভিভাবকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থীদের স্কাউট দীক্ষা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউট সমাজের সকল কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে। সব সময় দেশের মানুষের পাশে বাংলাদেশ স্কাউট সুনামের সাথে তার দায়িত্ব পালন করে থাকে। আজকের স্কাউটরা আগামীতে সুন্দর দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে এই কামনা করি। সবশেষে জাতীয় পতাকাকে সেলুট প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।