স্টাফ রিপোর্টার ::
বন্যা আশ্রয়কেন্দ্রের জন্য সুনামগঞ্জে সোলার ফ্লাড লাইট বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাকের উদ্যোগে বুধবার সকালে শহরের ওয়েজখালি ব্র্যাক রিজিওনাল অফিসের সম্মেলন কক্ষে ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এই সোলার লাইট তুলে দেন।
বন্যা মোকাবেলায় ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার কর্মসূচির উদ্যোগে জেলার ৪ উপজেলায় ৭০টি বিদ্যালয়ে সোলার ফ্লাড লাইট বিতরণ করেছে। সুনামগঞ্জ সদরে ২০, দোয়ারাবাজার ১৫,তাহিরপুর ১৭ ও শাল্লায় ১৮টি সোলার ফ্লাড লাইট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থার সহযোগিতায় বন্যা কবলিত এলাকার আশ্রয়কেন্দ্রের জন্য পর্যাপ্ত আলো প্রস্তুত রাখা জরুরি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির ব্যবস্থাপক মো. ফরহাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ইউসুফ আলী, ব্র্যাকের জেলা সমন্বয়ক একে আজাদ।